নোনা সাগরের ফাঁদে
ফুঁসে ওঠা মানুষটা একদা যৌবনে মুখোশকে ফেরি করেছিলো!
একদা, না-প্রকাশিত সবুজ হৃদয় তার অসংখ্য উচ্ছ্বল বালিকায়,
কিশোরীর জেল্লায়, নব্য যুবতীতে ডুবে ছিলো…
সেদিনের সেই ফুঁসে ওঠা ফোঁপানো যুবক আজ আর কারো নয়।
আজ সে কোথাও নেই! কোত্থাও নেই!
বিহিত রমণে, কোনো স্তনে, কোনো পিঠে,
নিতম্বে, জানু বা উরুতে আঁকা:
মানুষ কেন, তার কোনো ট্যাটুও আজ আর বেঁচে নেই!
No Comments