কথা বিশেষ কিছুই নয়! কথা হলো খানিকটা মুক্তক-
নিশ্বব্দে সরীসৃপও এসে যায় যেনো। এমতাবস্থায়, অনেকেই
আমাকে রুটিন মাফিক মৃত্যুচিন্তায় ডুবে থাকার পরামর্শ দিয়েছেন।
অনেকেই বলেছেন স্বর্গ, নরক, যম ও জামানত নিয়ে
এখন থেকে যেন একটু বেশী করেই ভাবি। বলা তো যায় না!
সে কথাতো বিশেষ কিছুই নয়!
“গতকাল পর্যন্ত যারা মরেছিলো এবং কাল যারা চলে যাবে,
অথবা আজ আমি চাইলেই যারা আমাকে সঙ্গ দেবে না,
তারা যদি কুটুম্ব হয়, তবে? আমিই কি মানিয়ে নিতে পারবো!”
কথা হলো মুক্তক-এসে যায় যেনো। এবং
যে সকল মানুষেরা এতকাল আমাকে চৈত্রের কুকুর ভেবেছে,
যদি তারাও একই ছাদের নিচে জেগে ওঠে,
তখনও কি আমাকে মেনে নিতে হবে? মেনে নেয়া ছাড়া
কিইবা করার আছে! অথবা যখন মায়াবী এ ধানক্ষেত
পুনঃপুনঃ চষে যাবে অন্য কিষাণ,
অন্য বালিশ বুকে তুমিই বালিকা তখনও কি মেনেই নেবো!
বোধের অভাবে, ভুল চেতনায়, ভুলেও থাকে যদি ঘৃণ্য আড়াল,
অপ্রেমিকেরা বলবৎ-
তবে মৃত্যু, কি এমন বদলে দেবে বলো!
শুনেছি,
‘অভ্যন্তরে সুক্ষ যে শরীর, তারও নাকি অনেক অনুভুতিই নেই!’
সেটা বিশেষ কিছুই নয়।
এপাশে থাকাটা যদি একান্ত বেমানান হয়
কেউ যেনো আমাকে অন্য পাশেই ডাকে!
নাহয় শ্বাস আর নেবো না, নাহয় পাশ ফিরেই শোবো!
মরে যাবার ভয় ছাড়া আর কোনো পিছুটান তো নেই!
প্রেম, প্রতিষ্ঠা, মৃত্যু, জন্মও অংশত: একাকিত্বের
সাময়িক সমাধান বৈ আর তো কিছুই নয়, মহোদয়!
1 Comment