সূর্যমুখীর চোখ ছাড়া সূর্য দেখো না।
অবশ্যই কাকের চোখে মরা ইঁদুর দেখো না।
অবশ্যই তীক্ষ বাজের চোখে দেখো না বেড়ালের ছানা।
শুভ্র উঠানে পাতো মন, নন্দন, নন্দনে কাঁদে একা।
আঁচল বিছিয়ে ঢাকো শিশু, নিষ্পাপ, সুন্দর।
অবশ্যই শ্যেনদৃষ্টি তোমার, তুমি আড়ালেই রাখো।
No Comments