দুপুর রাত্রি হলে এল, পথিক কুড়িয়ে পেল
অশ্বের ডিম; অশ্বত্থের ছায়ায় বসে তার আর
হলো না বিশ্রাম।
সাগরের ঢেউয়ে আজ সময়ের ঢেউ লেগে গেছে।
কারো কারো সমুদ্রে আছে ভাটায় টানার নিয়ম;
জোয়ার তারে দিলো না ফিরায়ে কেউ।
জ্বলে ওঠো ভিসুভিয়াস:
আমি আজ ধরাবো হুকোর টিকে।
মুখ পোড়া গন্ধ ঢেকে দেবো পুড়িয়ে ফুসফুস।
সরাসরি পান করা যায় এমন সেঁকো বিষ দাও;
মরিবার সাধ হয় ধুতরা চরণামৃতে।
আমি সেই শিবাংশ শিশু, আমাকে অষ্টাবক্র বলে।
আরো জানুন: পরিত্রাণ
No Comments