কথা রাখতে এতোখানি কষ্ট তোমার হয়– জানা ছিলো না,
যতোটা কষ্ট আমার তোমাকে মনে করে,
যতোটা কষ্ট দু’চোখ বুঁজে তোমাকে ভুলে যাবার চেষ্টায়,
যতোটা কষ্ট আমার –তোমার নীরবতায়,
তারও চেয়ে বেশি কষ্ট কি তোমার আছে?
আমি আর তুমি জীবন কাঁটায় গাঁথা,
তুমি ভবিষ্যৎ হত্যা করো ঘৃণায়।
তোমার আকাঙ্খায় আকাশে আকাশে
স্বপ্নের উড়িয়েছি ঘুড়ি,
সে ঘুরি কাটাকাটি খেলে রোজ
লাগাম ছিঁড়ে চলে গেলো অচেনা পথে,
এখন আর করি না বারণ।
সীমানা ছাড়ানো শূন্য প্রান্তরে
এরকম ভালোবাসার খুব বেশি ছিলো কি প্রয়োজন?
ছোটবেলায় যখন ছোঁয়াছুঁয়ি খেলতাম, ছুঁয়ে দিলে
মরে যেতে হতো,
আজও তোমায় ছুঁয়ে দিলে, তুমি পালিয়ে বাঁচো।
কী হবে জীবনে বাড়ন্ত সুখ দিয়ে ?
অবিশ্বাসের সুরে কি গাওয়া চলে সূচনা সঙ্গীত?
দুঃখিত সুপ্রিয় বন্ধু আমার,
আমার ছিলো না জানা–আমায় বাসতে ভালো এখনো
এতোটা কষ্ট তোমার হয়।
No Comments