তোমার উচ্চতা চিবুক পর্যন্ত হোক;
দু’হাতের নিষিক্ত আলিঙ্গনে যেন
মিশে যেতে পারো বুকের ভেতর।
আলিঙ্গনে ঝলসানো পাখি যেন হতে পারো!
আলেয়ায় ভাসছে প্রশ্ন, ভাসছে সংশয়।
প্রশংসা, মাতামাতি…
সভ্যেরা সকলেই পরস্পর
ধন্যবাদ দিচ্ছেন, প্রেম জানাচ্ছেন, নত হচ্ছেন
কৃতজ্ঞতায়। কেউ কারো ছিদ্র খুঁজছেন না স্বপ্নেও!
তুমি ভেবো না আমার কথা! আমার চিবুক-বুক সব
শব-ব্যবচ্ছেদের উলঙ্গ উত্তাপে ঝলসানো কাবাব!
আমাকে কেটে ক্রমাগণ ‘ছোট’ করে ফেলা হচ্ছে…
তুমি কেন অত ছোট হবে?
1 Comment