চায়ের কাপ, পড়ার টেবিল ঘিরে যে জগৎ
তার মাঝে ষোড়শীর হাসি নেই।
শ্মশান ঘাটে ষোড়শীর চিতা জ্বলে
উড়ন্ত জ্ঞানের শিখা বুক তার পোড়াবে কি শেষে ?
বই, টেবিল, বেমানান পড়ুয়া প্রেমিক অথবা
ষোড়শীও সকলের জন্য নয়।
উন্মাদের গল্প টেবিলের বই জানে,
জানে না হৃদয় তার পড়ে থাকে কোনখানে…।
আরও পড়ুন – >>> একসাথে, একই ব্যথা পাবো
No Comments