একদল তরুণ যখন উৎফুল্ল
বৃদ্ধরা তখন ক্যালেন্ডারের পাতায় বয়স গুনছিল।
সাহসী কদম ফুলগুলো খোঁপায় গুঁজে কোন কোন তরুণী
এগিয়ে আসতেই
সলজ্জ যুবকের চোখমুখ অন্য রকম আনন্দে ঝলসে গেল।
কারা যেন ছি ছি করে উঠল! এখন আমি নিশ্চিত,
‘ওরাই তারা: যারা চেয়ে পায়নি।’
ওদের এখন ‘আঙুর ফল: টক’!
উৎফুল্ল তরুণীদের অনেকগুলো প্রস্তাব দেবার পর
কিছু প্রস্তাব গৃহীত হতে হতে হলো না;
প্রাগৈতিহাসিক যুগেও সকল প্রস্তাব গৃহীত হতো না।
এবং একদা রমনে ইচ্ছুক আদিপুরুষ
(তা তিনি যে জাতিপুঞ্জেরই হোন না কেন)
ময়ূরের মতো নেচেছিলেন বলেই
পরম্পরা বিকশিত আজ।
স্বয়ম্বরা নামক শব্দটা সেই থেকে অদ্যবধি
সমান মানানসই।
আসলে তুমি ভালোবাসো বলেই’ পুরুষ এখনো ‘যুবক’।
আসলে, আমি বলতে চাইছি,‘যখন আমার
একজন ‘তুমি’ থাকে তখন ‘আমি’ আসলেই আমাদের।’
No Comments