এখন ইচ্ছে করছে দুপুরকে সকাল হতে বলতে।
সোনালী ধানের শীষে চড়ুইয়ের খেলা দেখে,
ভোরের অমন টকটকে লাল সূর্যটাকে স্বাগত জানাতে,
ডালিভরা ফুল নিয়ে মালা গেঁথে
অচেনা আপন গলায় পড়াতে ইচ্ছে করছে খুব।
ইচ্ছে করছে রাতের তারাগুলো গুনে
ঘুমাতে কালঘুম, যেন তার হাতের পরশে একটা
একটা করে রোমাঞ্চের সিঁড়ি বেয়ে ভালোবাসা
পৃথিবীটা ছুঁয়ে দিতে পারে।
ইচ্ছে করছে একটি প্রেমের বকুল
প্রিয় রমণীর পাশে বসে পরাতে খোঁপায়।
গালে তার লজ্জারাঙা স্পর্শ এঁকে দিতে।
হাত ধরে কিছুদর হেঁটে যেয়ে, ঝগড়ায়,
মিঠে ভালোবাসায় হারাতে একান্তে ।
ইচ্ছে করছে তোমার ছোট্ট ভুবনে,
প্রেম-প্রেম অক্ষরে
আমার নামটি হোক ফলকে খোদাই।
যেনো আদি কোনো প্রত্নতত্ত্ব¡ হই অজন্তার মতো ,
ইলোরার মতো
সন্ধ্যার সূর্য হয়ে মাটিতে লুটানোর আগেই।
তোমায় ছুঁতে ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে করছে।
No Comments