অদ্ভুত! অগ্নিদূত এলোনা বলেই আলো হাতে
বাতিঘর হতে
জাহাজের মাস্তুলগুলো
ঠিকঠাক
চেনা আর গেলো না এবার।
মিনারের চোখে বসে নিকষ আঁধার
বলে গেলো,‘জাহাজ গিয়েছে যেনো
গুনে নাও জলে আঁকা দাগ!’
যেনো আজ কাজ মানে মাস্তুল গোনা!
বসে বসে কতগুলো নাবিকের নাম লিখে রাখা-
দিশা হতে জন্মানো প্রিয় বাতিঘরে, অদ্ভুত!
অগ্নিদূত
ফিরে আর এলো না বলেই
জোনাকির পিছে জ্বলা ভানু, হয়ে গেলো পাখির খাবার!
No Comments