চোখ দেখে তার ভিড়েছে তরীটা তীরে,
তার মাঝে কার হৃদয় হারালো ভিড়ে?
চোখে তার ছিলো নীলবর্ণ অন্ধকার,
অমানিশা কালি, তরী কার নীড়ে ফেরে নি রে ?
চুলের বন্যা তার ব্যথাতুর যন্ত্রণার
নিদারুণ হাহাকার, তার মাঝে ডুবে গেছে ভোর।
তাড়ন আদলে ঝটিকা বাদলে শুভ্র শিতল শিল
পড়নে কাপড় মনে হয় যেন,
শাপলা ফোটানো ঝিল,
তার মাঝে কার হৃদয় হারালো বলো?
কার রূপে নেমেছে ঝলক আজ?
বছর শুরুতে প্রভাতে শরতে
বসন্ত এল কার, কেউ তাকে চেন না কি?
বলে দেবো আজ, প্রেমবাজ কারা কারা।
প্রভাত সন্ধ্যা স্বপ্নে দেখেছ যাকে
কেউ তাকে চেনো না?
আরো পড়ুন: মধ্যরাতে
1 Comment