কোনো কোনো ‘দিন’ কাটতে কাটতে,
রাত্রি-ই মরে যায়।
কোনো কোনো দিন আসতে না আসতেই জাগে প্রাণ,
কোনো কোনো দিন আসে–বাঁচাতে।
মানুষগুলো আকাশ মাটি,
দিনগুলো হোক খাঁটি।
অনেক আশায় দিনগুলো আসে।
দিনের খোঁজে-ই দিনগুলোকে ঘাঁটি।
অনেক সুখের যেদিন বাঁচায় মন, সে’দিনগুলো
মন তো মনে রাখবে-ই।
রাখবে বলে স্মৃতির অ্যালবামে,
কোনো কোনো দিনে তুমি নতুন করে সাজবেই।
কোনো কোনো দিন, আমাদের জন্য আসবেই।
No Comments