কঙ্কাবতী শোনো, কাঁকনবালার গল্প জানো তুমি?
দাসীর হাতে সুঁচ রাজা- তার আপ্যায়নে মানা,
জঙ্ঘা, ঊরু, ব্যাপ্ত ভ্রু, উড়াল সুখের ডানা,
দাসী বলে, ‘অল্প অল্প চলুক, স্তন আর ত্রস্ত কোটি,
মুখের কথা বলুক একটিবার।’
সুঁচের ভারে চোখ বুঁজে থাক রাজা। না দাসী না তুমি:
আঁধার কোঠায় সবই সমান পিছল পিছল লাগে।
তুমি তার সামনে দাসী তার পেছনে।
আরো পড়ুন: চলো
No Comments