বাগানে গোলাপ ফোটার কথা ছিলো,
বাগানের মালি এসেছিলো সন্ধ্যা নাগাদ।
কিছু গঙ্গাফড়িং কেঁদেছিলো গোলাপ ফোটাবে বলে।
জানতে চাইলাম,
তোমার দিঘির ঘাসের ডগায় গঙ্গাফড়িং নাচে,
গঙ্গাফড়িং শহীদ হলে তোমার আসে যায় কি?
ভরসা করে বরষা শেষে অতিথি তোমার বাড়ির
রক্ত দেখে দুঃখ পেলে, তোমার সে দায় নয় কী ?
তুমি বললে ঘাসফুল খোঁজো, গঙ্গাফড়িং; গোলাপ নয়!
আরো পড়ুন: শিশিরের তৃষ্ণায় উঠোন
No Comments