তাহলে, আমরা যারা একই বার-বনিতার কাছে যাচ্ছি
তারা কী-ই ‘সতীন’ না? কি ঠিক না বেঠিক? হ্যাঁ?
মদ ছুঁয়ে বল! মদ ছুঁয়ে বল।
হ্অঅ ঠিক! ঠিকই তো! বহুৎ খুব! বহুৎ খুব! আইচ্ছা
যাহ্, পেগওয়ালীর গায় কই কয়খান তিল আছে
কইতে পারলে আইজক্যার সব পেগ ফ্রী …
বাহ্! তুইতো দেখছি বেশ! প্রেমিক প্রেমিক মাস্তিখোর!
কীইই! হ্যাঁএ্যা!
হ্অঅ! তিল-ফিল গোনাগুনির কাজে আমাগো তো
অঢেল সময়! তয়,
আমাগো সতীনগোর মইদ্দ্যে কার ত্বকচ্ছেদ হইছে,
কার যে হয়নি বনিতায় কইতেও পারবো না, নিশ্চিত!
বাজি?
মদ ছুঁয়ে বল! মদ ছুঁয়ে বল!
আরে ধুরঅঅ, পাঁড় মাতালে
বোরোঞ্জ খাইলে ‘সোনার জাত’ যায় ক্যামনে?
কাঁহা আজগর আলী অর কাঁহা জুত্তার কালি!
ল্যাও হে-
তারপর থেইক্কা…
আমরা সতীনেরা ‘মাসতুতো ভাই’-সানন্দে আর
একত্রে পেগওয়ালীর ভরা যৌবন পান করছি। চিয়ার্স!
No Comments