পোড়ে মন তাপদহে। চৈত্র আগুন দেহে:
পরগৃহে যেয়ো না গো তুমি। ওগো মেঘ
দাঁড়াও, বাড়াও দু’হাত! নিরালায় যদি
বসো একটু বেশিই কি এমন পরচারি!
লাল শাড়ি, আলতা কি চুড়ি সাজো মেঘ;
মন যদি চায়! শোনো শোনো প্রিয় প্রাণ,
চাইলেই চৈত্রে যাবে ‘পরবাসী মেঘ’;
কাছে না এলেই হবো ‘বিরহী বোশেখ’!
‘তোমার নাইয়র’ সেই ‘চৈত্র নাইয়র’
শিরে নামা সংক্রান্তির উন্মত্ত অভিশাপ!
চাইলে একটু বেশি, কী এমন ক্ষতি
কি এমন পাপ!
এছাড়াও দেখুন: লহ্মীন্দর বেহুলা খোঁজে
No Comments