মেঘ ছিলো আকাশের গায়
ঢেলা ছিলো ডোবার পাড়ে।
বহুদিন আগে ওরা
দুজনেই উঠেছিলো জেগে
কোনো এক ডোবা থেকে।
বড় ভয় ছিলো মেঘের, পাছে সে ডোবায় পড়ে!
ঢেলা ও ডোবার মাঝে যোজন তফাত!
ভেসে যায় মেঘ।
মাটির ঢেলাটি থাকে গড়িয়ে যাবার ভয়ে।
একদিন মেঘ বললো, “বন্ধু, মাটির ঢেলা,
আমি যখন আরও ভারী হয়ে ঝরে পড়বো মাটিতে
তুমি আমায় ধরো,
যেন এই দুর্গন্ধময় পচা ডোবায় না-পড়ি।”
ঢেলা বলল “ফুলের মতো পড় বন্ধু,
ব্যথা যেন না পাই আমি।
একদিন মেঘ ঝরে পড়লো বৃষ্টি হয়ে,
মাটির ঢেলা ধুয়ে গেলো– বৃষ্টিতে ।
যে কথা হয়নি বলা,
দুজনেরই জায়গা হয়েছে ডোবায়।
ডোবায়– ওরা আজ ভালো আছে।
ভালো ডোবা ওদের দূর-ছাই করে না।
No Comments