কিছুক্ষণ আগে মৃণালিনী প্রদীপ জ্বেলেছে।
জ্বলন্ত প্রদীপের শিখা,
তিরতির তিরতির কাঁপে, জ্যোৎস্নার সাথে কাঁপে সোনারাত,
এখানে তুমি আছো আমি আছি।
বেশ দূরে হিমালয়,
দু’চারটে পাথরে সাজানো নয়।
আমাদের সাজানো ইলেক্ট্রনিক ভালোবাসা,
হিমালয় ওর মতো নয়।
এ আমার অবরুদ্ধ দ্বার,
অধিকার সনদে লেখা আমারই নাম।
কিছুক্ষণ আগে বাসরের ঘণ্টা বেজেছে
এইমাত্র দুই প্রাণ এক হবার ঘণ্টা বাজালো সে,
তার কোন অধিকার নেই এখানে আসার?
সম্পূর্ণ একাকিত্বের সাগরে
বার বার পাড় ভেঙে
আরও কাছে ডেকে নিয়ে যায়।
যাঁর বসবাস, পরাহত মরীচিকায়
তুমি আর আমি যেন ভান করে চলি
দু’জনেই যেনো দু’জনার,
আজ আমি যাবো কার কাছে? তিনি কোথায়?
আরও পড়ুন – >>> আমি আসবো না
No Comments