তুমি খুশি হলে। বললে, “দেখো, শিশির ভেজা ঘাঁসের
ডগায় বিন্দু বিন্দু জল।”
আমি বললাম, “সে কি চোখের জল?
পাঁপড়ি ছুঁয়ে মঙ্গলের আকাশ ভেজায়?”
তুমি খুশি হলে। বললে, “শোন বাতাসে শনশন শব্দ বাঁশ বনে।”
বললাম, “সে কি প্রকৃতই রণভেড়ী নয়?
দামামা বাজিয়ে বলছে না এসো যুদ্ধ করি?
ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ে বুকের জমিনে।
সে কি আর্তনাদ!
তুমি কি সেই শব্দ শুনতে বলছো প্রিয়া?”
তুমি বিরক্ত হলে। বললে, “বরাবর বেশি বোঝো।”
তুমি বললে, “তেমন কিছুই হবে না
অকারণে আসবে না সিঁদুরে মেঘ।”
আমি আর কিছুই বলিনি; বিশাস রাখার চেষ্টা করেছি।
No Comments