শেষবার উড়ে যাবার পর বিবাগী পাখিটাও জেনেছিলো,
‘ক্লান্তিরা ভর করে এলে পেলব ডানায়
কোন এক ডালে বসে জিড়িয়ে নেয়াই ভালো।’
বনভূমি ছাড়িয়ে যখন সে সমুদ্র গালিচায়-
যখন সে বুঝেছিলো,
‘আকাশ আর স্রোত মিলেমিশে যে ভাষায় কথা বলে
ও’রকম ভাষা তার জানা নেই।’
নিদারুণ বনানী-তৃষায় তারপরও তখনো
সে খুঁজছিলো
‘মরা কোনো ডাল আসে কিনা ভেসে!’
বনের তো দায় নেই মরা কাঠ বিছিয়ে দেবার।
সে তো তাকে থাকতেই বলেছিলো!
1 Comment