চুড়িগুলো কিনতে পারলে, তোকে জানাবো।
হাত দু’টো তুই গুটিয়ে নেবার পরও
সদ্য বয়ঃসন্ধির
সাড়া জাগানো সতেজ অনুভুতি রয়ে গেছে একই রকম।
যে হাতের মাপে চুড়িগুলো কেনার প্রচন্ড ইচ্ছে ছিল,
ওই হাত না পেলেও
চুড়িগুলো নাকি
দিব্যি যাবে কেনা !-
‘সব প্রেয়সীর হাত’ সেগুলো নাকি একই?
একই রকম স্নিগ্ধতা সকলেই ছড়াতে সক্ষম!
তোর হাত কার হাত?
কার হাতে তোর হাত জমা করা আছে?
আফ্রোদিতি, ক্লিওপেট্রা, ডেসডোমিনার হাতেও
তোর হাত?
ওরাও কি তবে একই রকম পেলবতা-কে ছড়াতো?
ছড়াতে পারতো?
কি করে জানব: আমিতো কখনো ছুঁয়েই দেখিনি!
No Comments