প্রসঙ্গত, একবার বলে রাখা-ই ভালো ‘কেন বাসন্তি
এবারেও না এলে কান্না-ই বরং শ্রেয়তর হবে’-সে বিষয়ে।
বিরহের বিচুটি পাতা
কাঁচুলির অন্তরালে ইষৎ ঘষে দেবার পর
যুগপৎ বিরক্তিকর এবং ভীষণ-ই লজ্জার দ্বিমুখী জ্বলনের
যে পালাটুকু বাকি থাকে,
তারচে বরং মৃত অথচ সিংহের
এ-ই ততোধিক মরা মরা কেশর-ই একরকমে অতীব ভালো।
অমুকের থেকে তমুকের দিকে ফিরে তাকিয়েও
ওসকল জ্বালা আর সর্বদা সজল দুটো চোখ সাথে নিয়ে বেশীক্ষণ
সবিশেষ ভালো থাকা আদৌ আর হবে কি আমার?
ম্যাপেল পাতারা বরং একে একে ঝরে-তো ঝরুক।
বন্যা কি ক্ষরা যাহয় একটা কিছু হোক,
যে আসার আসুক! প্রেম, ভালোবাসা স্রেফ মিছে কথা।
বাসন্তি আর এমন কী জ্বালায়?
No Comments