তবে তুমি কবিতাকে জানো না।
কোন কোন কবিতার অপেক্ষায়
বরাদ্দ চেতন,
পাতার পর পাতা, পুরো এক জীবন,
অনন্ত সময়, মহাকাল!
অথচ অমূল্য পঙ্ক্তিগুলো তাদের জন্য
জীবনের কয়েকটি সেকেন্ড
বরাদ্দ তোমার নেই!
প্রতিদিনই ব্যস্ত খরগোশ তুমি। প্রায়শই
তোমার গা
কবিতার দিকে চেয়ে কেঁচো ঘিন ঘিন করে!
জেনে রেখো, ‘অনন্য কবিতা
ভিক্ষুক নয়, ন্যাসী। কবিতা সাগর:
খুঁজে পেতে তল ‘শত ডুবুরির দম’ লাগে।
কবিতা সে আদি প্রেম, নিছক শরীর নয়
যে শরীর ভোগ শেষে ক্ষয়ে যায়!’
কবিতা কি অসহায় কবি? মন মতে
ছুঁড়ে দেবে ভাগাড়ে!
No Comments