হ্যাঁ, একমাত্র আমিই পেরেছি…
লক্ষ লক্ষ আলোকবর্ষ ধরে পার হয়ে অসংখ্য এন্ড্রোমিডা,
ছিনিয়ে এনেছি একমাত্র আমিই… ।
পুরনো আমলে ফায়ার প্লেসের কাঠ ছিলাম,
একদিন দাও-দাও করে ফুঁসে উঠল আগুন,
বিকৃত হাত, পা, মাথা, হৃদয়– ঠেলে দিলাম।
চটপট করে ফুটে গন্ধ ছুটলো দিক্বিদিক,
ঘরমাত্র জ্বলেনি,
আমিও পেয়েছি পুরস্কার।
অবশ্যই ব্যক্তিত্ব পুড়েছে,
অবশ্যই ভালোবাসা হয়েছে ভষ্ম,
অবশ্যই ইচ্ছেও মিছেমিছি মরেনি…।
পুরস্কার আমায় আস্কারা দিয়ে তুলেছে মাথায়,
সেখান থেকে নামা যায় না।
আমি আবিষ্কার করলাম, অযথা জীবন দিয়েছে প্রেরণা।
আমি দৌড়েছি জ্ঞানশূন্য হয়ে, পেয়েছি তিরস্কার…।
বিনিময়ে অহং শুধবে দেনা, রয়ে যাবে
অসম্ভব ঘৃণা, সন্দেহ আর বিদ্বেষ।
No Comments