দেখুন, (খুব বেশি যদিও নয়) একটু হলেও উড়তে যারা জানে,
জীবন্ত গোছের, শক্ত হাড়ের, গাঁটালো মোরগ:
এ তল্লাটে লোকে তাদের বন-মোরগ বলে!
(পাতলা হয়ে আসা পাহাড়ি বন যেখানে জুম চাষ পৌঁছে গেছে
অথচ বসতের ততোখানি অনুকূল নয় সে’রকম-ই) কোনো এক
আপাত-নিঝুম-জঙ্গলে গুই আর বুনোফুলে ভরা
পাহাড়ি নদীর বাঁকে বন-মোরগের বুনো ডাক
মেঘ হয়ে ঘনঘন কেনো যেনো শূণ্যে মিলায়…
বন্ধুর পাহাড়ে যারা যারা খুব ভোরে জাগে
‘চল্ চল্ এই বেলা যাই মোরগের ডাক শুনে আসি!’
এ রকম কেন ভাবে তারা, কেনইবা শিকারের করে আয়োজন?
এ রকম বনে মোরগেরা ঠিকঠাক উত্তর জানে।
বিষ লাগা চোখা তীরে বুক বিঁধে গেলে শিকারীর স্বপ্নের বনে
বন-মোরগের ঝোল বড় বেশী বাস্তব হয়!
No Comments