এর চেয়ে ঢের ভালো আমাদের প্রাণের শহর!
এখানে আমরা সকলেই পাপী, সকলেরই নীচু জাত,
সকলেই অচ্ছুৎ, এখানে অচ্ছুৎ অনাত্মীয়ের গলাগলি।
আমাদের চোখে মুখে লেপ্টে আছে অধরা সুখ।
পাইনি বললে পায়নি কেউ’ই, নেই বললে কারো নেই,
শবযাত্রায় সকলেই হাঁটি, একছন্দে!
এখানে তেষ্টা আছে, আছে ক্লান্ত ধুলোর বাতাস মৃদুমন্দ।
কেউ জানে না নীহারিকা, তোমার বুকে নষ্ট মদের গন্ধ।
কী আর দেবে তুমি,
আর মেটে না তেষ্টা আমার, তোমার অধর চুমি।
চলেই না হয় যাও নাগরিক, চলেই না-হয় যাও,
আমার থেকে ঢের ভালোকে নিত্য বেছে নাও!
এখানে কারো হৃদয় ভাঙার কারণ নেই!
এখানে কারোই স্বপ্ন দেখার বারণ নেই!
অনেকের ভয় অকারণ নয়,
কেবল কারণগুলো নিখোঁজ প্রায়শই।
তবু অসময় লিখে যেতে থাকো,
বটের আত্মকাহিনি,
চারাগাছ একদিন মহীরুহ হবে।
আমিও এ শহর ছেড়ে চলে যাবো নদীর খোঁজে।
ধৈর্য ধরো নদী শুনবো তোমার গল্প।
নারীর বুকে আমি, ডুব দিয়ে পূর্ণ হয়ে আসি।
যেখানে রেখেছি জমা, বালিহাঁস প্রেম।
আরও পড়ুন – >>> নির্জনতা চাইতে মহাশূন্য
No Comments