কেন শুধু কবিতায় খোঁজো; মিছিলে কবি-ও তো কথা বলেন।
নিজস্ব হাঙর তার
পুরোপুরি পোষা এলবাট্রস যেনো।
বুনো হাঙরের পিঠে চড়ে, ভর করে এলবাট্রসের পাখায়:
চিরদিনই কবি ষষ্ঠ-মহাসাগর দাপিয়ে বেড়ান।
তবু, এ সকল আধুনিক রেঁনেসার কথা
কবি মুখে শুনতে চেয়ো না আর!
ওসকল কেনো যেনো ছাপোষা গোচর নয়।
এ সকল ছবি… ভেসে এলে চোখে, বুভুক্ষু নাগরিক
মুখের কুলুপ খোলে না ভুলেও; তাই
তাকে আজ বিতাড়িত স্বপ্নের ঘোর
ভুলে যেয়ে, তেলাপোকা হতে হবে।
তেলাপোকা হতে হবে বলে
নাগালের খুব কাছাকাছি, অগভীর সমুদ্র ফেনায়:
দাঁতমাজা শিখে নিতে দাও!
তার প্রিয় হাঙরের,
প্রিয় এলবাট্রসের,
সাহসী খালাসির, ডুবুরির প্রেম তাকে ভুলে যেতে দাও!
No Comments