কেকা, মেঘ, তোমায় বড় ভালোবাসে, নাহ্।
ভালোবাসা পেতে কেমন লাগে, কেকা ?
কত সুখ ভালোবাসার, আমাকে জানতে দেবে ?
তোমরা বাসবে ভালো, আমি না-হয় ভালোবাসার বন্ধু হয়ে
ছুটে চলা স্রোতে গা ভাসাবো।
তুমি কি একা হয়ে যাও কেকা, মেঘ আড়াল হলে।
নাকি মেঘের কথা-ই, তোমায় কখনও দেয় না একলা হতে।
আমার যে কেবলই একা লাগে,
মহাশ্মশানে অমাবশ্যা নামে।
আমায় একটু শোনাবে তোমার গাথা ?
কেকা, মিথ্যা কি দূরে চলে যায়, ভালো-বাসলে।
সত্যি কি বাসা তুমি বাঁধো ?
ভালোবাসা সত্যি কি শেখায় সাহসী হতে?
এইবার তবে একবার সাহসী হই চলো।
না হলে রাজি, এসো খঞ্জর নিয়ে, এসো যুদ্ধ করি,
রক্তে রক্তে করি স্নান রুদ্র রোষে!
আমাদের সমগ্র জীবন হিংসা আর বিদ্বেষে করি সমর্পণ!
আমি শিখেছিলাম ভালোবাসা নাকি মৈত্রী শেখায়,
তবে আমি কেন একা! কেকা?
কেকা বলেছিলো, আমি নাকি ভালোবাসতে জানি না
তাই কেউ’ই আমাকে ভালোবাসে না!
No Comments