মুখ থেকে টেনে নিয়ে কথা, বলতে চাচ্ছো কেনো?
কেনো যেনো সবকিছু তুমি: ভর্তা করে, তবে ছাড়ো।
আমাকে ছাড়াই
আরো ভালো হবে অন্য কলমের দাগে
দু’টি করে আলাদা লাইন লিখে নিলে;
কোরাস গাওয়ার ঝামেলাটাও– চুকেবুকে গেলে।
আলু ভর্তার বিলও যখন আলাদা,
তখন কোনো একটা কথা বহুজন মান্য হোক।
মডারেশনের বিরুদ্ধে অভিযোগ নেই।
বাধ্যতামূলক মান উন্নয়নে,
মননের অদ্ভুত সারকথা হলো,
“আমরা যারা ফুলকাটা পরী হয়ে ভাসছি বাতাসে,
ভরপেট ভাত আর ভবিষ্যৎ কোনোটাই নেই”,
সেখানে বাধ্যতামূলক উঁঁচুমানে উন্নীত বিশ্বের
সর্বোত্তম সুখ দুঃখের চাপ, মুখোমুখি মুখ বুজে সই।
আমি ডালের, ভাতের, আলুভর্তার দাম
আলাদা আলাদা দিই না,
আমার কাছে ও-সকলের একটাই নাম ‘ক্ষুধা’।
ভুখ লাগছে খাওন দেও।
এছাড়াও দেখুন: সকলেই ডানা ভাঙে
No Comments