মাছের চোখেতে প্রেম ভোগের উনুন;
সুখ মানে অসুখের বাণ!
সাগরের নীর ডোবা আগুনে নিত্য জ্বলার গান!
তুমিতে আমিতে লেখা ছড়ানো কাগজ,
পাল্টানো পুরোনো পোশাক!
পোক্ত জটিল প্রেমে জমছে ক্ষীরের কড়া।
কড়াইখানেক তেলে মাছের খোরাক!
ও রাঁধুনি, ভাজতে কি জানো?
ভাজতে জানা মানেই ধ্বংস চেনা-জানা।
ও রাঁধুনি, চিনেছ কি ‘ভাজা মাছ’?
পেতে প্রেম আকুলিবিকুলি প্রাণ।
খাঁচায় জমাট বিষম মায়া। বড্ড বেশি টান!
এছাড়াও দেখুন: অরণ্যের অভিমান
No Comments