এবারে তুমি এলে তোমার জন্য গোড়ালি জল কাদা ভেঙে
শুষনি শাক তুলবো: ও জলের পাড়ে জোঁক আছে খুব,
তব্ওু যাব।
আঁচল দিয়ে ছেঁকে, স্থির হয়ে থাকা স্বচ্ছ জলের নিচে হাতড়ে হাতড়ে
যেক’টা মাছ আমি পাবো,
গেল গ্রীষ্মে মানুষের ক্ষেতে সর্ষে তোলা শেষ হলে ক’টা সর্ষে
আমিও কুড়িয়ে পেয়েছি;
তলানির কাইট চিপে হলেও- মাছক’টা ভেজে আমি দেবো-ই।
আমার যে স’ই রোজ আমার হাসিমুখ দেখতে চায়,
সে আমাকে তোমার খোড়াক মাফিক একবেলার লালচে চাল
দেবে বলেছে।
তুমি এলে আমার মাগনের দিনের কষ্টের কথা
আরও দূরে সরিয়ে রেখে
ভাজা মাছের সাথে শুষনি শাক আর ধোঁয়া ওঠা লাল চালের
মিষ্টি ভাত তোমার সামনে দিয়ে চেয়ে থাকবো।
কালো কুচকুচে হাতে লোকমা লোকমা ভাত মুখে দিতে দিতে, একবার
নাহয় আমার মুখের দিকে-ও দেখো।
ও দুটো ভাত আমি মায়ায় পড়ে-ই চাই; অন্তর পোড়া মায়া তুমি বোঝো না?
No Comments