সাধে কি সে রূপে নয়ন বিঁধে গো?
মজানো মোহের ঢেঁকি, ক্ষণিক খড়ুগে আঁচল বুলিয়ে যা!
রঙীন নগরে আকুলি বিকুলি প্রেম, রূপোলী খড়গ:
রসনা রসেতে গা ক্ষণিক ভিজিয়ে যা!
কতকাল পরে জোয়ারের তোড়ে তুই রুধীরে রাঙাবি পা!
চল, লোভে ভরা চোখ এবার দেখবি খুঁজে!
নর্তক মোহে মজে পিয়াসী নয়ন বুঁজে র’বি আজ, সে কি!
দ্যাখ, কামনার ঘায়ে আহত প্রেমিক কুকুরের মাখামাখি
দশদিকে তোর!
No Comments