তিল তিল করে গড়ে ওঠা সুখ জ্বলে উঠলেও,
সিঁড়ির তৃতীয় ধাপে তুমি ছিলে কামোন্মাদ,
নির্জন দুপুর স্বাক্ষী ছিলো,
আমার বাহুবন্ধনে তুমি খুঁজেছিলে হারানো সে সুখ,
তৃষ্ণার্ত কামিনীর মতো।
লাল পোশাকের আস্তরণে
ছিল দু’হাতে প্যাঁচানো ওড়না তোমার।
মোহনীয় সুন্দর ছিলে সফেদ অন্তর্বাসে।
দুটো বাহু লতার মতোন পেঁচিয়ে পেঁচিয়ে
নিংড়ে নিতে নিতে সবটুকু রস
নরম কোমর দংশন করেছিলো ।
তোমার গোলাপী ঠোঁট চুম্বনে শিহরন সুখ
এঁকেছিল ফুটন্ত বুকে।
তোমার চোখের জল! চোখে যতো ভুল!
নীলাভ সানগ্লাসে ঢেকে দেয়া হলে, তুমি হও কামনার বলি।
এখন
উদ্যানের তৃতীয় ধাপে শেতাঙ্গীর বুকে হেমানল জ্বলছে ।
আরো পড়ুন: তুমি কি কখনো
No Comments