তিনজন বিধবার যেবার বাচ্চা হলো: একদল রে রে করে
মারতে এলো, পাপিষ্ঠা বলে থুথু ছিটালো একদল, একদল
তীব্র করুণা দেখাতে দেখাতে ছুটে এলো মাইক নিয়ে।
আমাদের কী কী অপারগতা ছিলো,
কীভাবে কী কী নিরাপত্তা দিতে ব্যর্থ হলাম:
অনেকেই খুঁজে বের করতে বললেন।
অনেকেই খুঁজে বের করতে বললেন পেছনের পুরুষ
অথবা পর পুরুষগুলোকে।
কেউ কউ বৈধব্যের দিন তারিখ হিসাব করলেন।
কারো কারো তর্ক গৃহ থেকে বিশ্ব-যুদ্ধে বিলীন হয়ে গেল।
অনেকেই অবলম্বনের দোহাই দিলেন!
‘সিঙ্গেল মাদার-সিঙ্গেল মাদার’, বলে
নারী-স্বাধীনতার ফিরিস্তি দিয়ে পোষ্টমর্ডান গান
গাইতে গাইতে বিতর্ক তুঙ্গে তুলে দিলেন কেউ কেউ।
কেউ বললেন, ‘পাপ’; কেউ বললেন, ‘নিয়োগ’,
কেউ ‘সারোগেসি’: কিচ্ছু বলতে বাদ থাকলো না।
অনেকে বললেন, ‘সমাজ’, কেউ বললেন, ‘রাষ্ট্র’, ‘আইন’
কেউ বললেন, ‘পরিবার’, কেউ বললেন, ‘ব্যাক্তিই দায়ী’…
হাসপাতালে কোন পিতার নাম লেখা হলো না।
বিধবারা লজ্জায় স্বামী এবং আসামি
কারো নাম-ই মুখে নিলেন না। অনাকাক্সিক্ষত, নবাগত
সন্তান কোলে নিয়ে ভূপাতিত আলয়ে তারা ফিরে গেলেন।
No Comments