আর কোনো অবসাদ নেই আর কোনো প্রাপ্তিও নেই
আর কোন প্রত্যাশা নেই, নেই দ্বেষ, নেই খোঁজাখুঁজি–বিড়ম্বনাও নেই।
অনেক অন্বেষণে ইচ্ছে মরেছে,
চক্ষু বোঁজার ইচ্ছে মরেছে র্দীঘ অনিদ্রায় ।
কোনো সুরে-ই গান আর হবে না; কোনো কবিতা-ই হবে না আবৃত্তি আর। জ্বলুক, মরুক, নিভুক, বাঁচুক–ফিরে আর দেখাদেখি নেই।
অনন্যকান্তির সাথে বিশ্রীর শত্রুতা শেষ;
হবে না পালন কোনো দিবস বিশেষ ।
আরো পড়ুন: দুঃখ থেকে গেলো
No Comments