আর, আর নেই সেই পথ যে পথে হেঁটেছি,
নিত্য হারিয়ে গেছি সীমানার দিকে।
সীমান্তে সময়ের গণ্ডিটা বেড়েছে বহুগুণ।
ছোট ছোট পায়ে বাড়ি হতে বটতলা ছাড়িয়ে সীমান্ত পৃথিবীব্যাপী।
অনেক দিন যাইনি পুরাতন বটতলায়।
মিলিয়েছে জলের উপর নৌকার দাগ দেয়া পথের মতো।
যে পথে জড়ানো আছে অবগাহনের স্মৃতি।
সীমানা বেড়েছে, আঙিনায় কাকের সমাগমে
হৃদয়ে বিছানো মুক্তির ধান কাকেরা খেয়েছে ।
আমি তার কোনো স্বাদ পাইনি, এখন আর পথ খুঁজে পাই না ।
সেই সীমানা পেরোনো সুখ
সীমান্ত পেরোনোর মাঝেও এখন আর নেই।
আরো পড়ুন: একটি দানবের জাগরণে
1 Comment