কার তুমি মিতভাষী প্রেম?
‘নিবিঢ় আলিঙ্গন’ কার কার ধূতরার রস!
তবুও অবাক কেউ; মজে প্রেমে
কারো কারো অঙ্গ অবশ! ‘না’ বলায় সুখ নেই কারো!
উদাসী উটের চিবানো যে ক্যাকটাস
তার-ই মতো জীবনের স্বাদ: প্রেমে জ্বলে আরো ঝলসানো-
জলন্ত প্রেম নাকি মিতভাষী?
বেশ, তবে তাই হোক! করা যাক হেমলক পান।
সুখ ক্ষয়ে ভেসে যাক যৌবন বাঁধ; বেশুমার অপবাদে
আপাততঃ প্রেম তুমি সুখী হও!
বস্তুতঃ, আমার শুদ্ধতম সন্ধ্যা শুভ হোক।
বস্তুতঃ, আমার শুদ্ধতম সত্তা সুখী হোক।
2 Comments