তেমন মোহনীয় নয় আমাদের ‘ভোঁতা যৌবন’।
মাকালের শ্বাস ঢেকে রেখে-ঢেকে রেখে; খোসার উত্তরণ
আতরের শিশিখানি বেয়ে
ফোঁটা ফোঁটা সুগন্ধী চুঁইয়ে নামে; যৌবন কুঁকড়ে যায়
কুশলী ও মেকি দীর্ঘশ্বাস ফুরাবার অনেক আগেই।
তবুও যৌবন, তবুও যৌবন, তবুও যৌবন-ই আসুক।
যুগলের যৌবন যুদ্ধে নামুক, শ্রী-ও বৃদ্ধিতে ভাসুক,
দুষ্প্রাপ্য যৌবন
অধরা গালিবের হাভেলিতে রাখা সুগন্ধী সুধা হয়ে
ভালোই থাকুক।
দুষ্প্রাপ্য যৌবন তুমি
চেখে কেনো দেখলে না কৃষানু জীবন?
No Comments