যাদেরকে আমার ভালোলাগে তারা দেখতে- নাকটা,
চোখটা, গড়নে বা মননে অনেকটাই তোমার মতো!
যদি তারা তোমার মতন
দুরছাইও করে তবুও তাদের প্রেমে মগ্নই হবো। বন্ধুত্ব,
ভালোবাসার গল্পটা আদতে অন্যরকম, মানুষ
মানুষ খোঁজে, আত্মার আত্মীয় খোঁজে।
অসুস্থদের দেখেছি, তারা বলে
‘দিয়েই এলাম কোনোদিন হাত পাতিনি!’
অথচ যোদ্ধা মাত্রেই জানেন, ‘সহযোগ’, ‘বাঁচবার মন্ত্র ।
অনাহার থেকে একাকিত্ব
ভরপেট থেকে নিরাপদ ঘুম, সন্ন্যাসে শব প্রয়োজন।
আত্মার সংযোগে একযোগে সুমতিটা হোক।
এইসব যারা, যা কিছু, হাত-পা আদৌ কি আমার?
আরো পড়ুন: হেঁটেই ফিরতে হয়
1 Comment