যখন ভালোবাসি, প্রেমে পরার মতো করেই-বাসি!
না মজে প্রেমে, ওরকম ভালোবেসে আমার কী লাভ?
ইদানীং তেমন ভালো-বাসা,
হ’য়ে আর ওঠে না আমার; প্রেমে তাই কদাচিৎ মজি ।
ইস্, ঘুমে তুমি!
কখন ঘুমালে তুমি নীড় ভাসা, ডুবে আসা-প্রেম;
কতোদিন ছুঁয়ে যাওনি; কতোদিন হয়নি আলাপ!
তুমিই তো সেই ইরাবতী, নাহ্! খুব বেশি ভালো
বাসতে কি জানো! জানো না?
‘বিকেলের আলো ফুঁড়ে সাদাটে পাখায় উড়ে,
বালিহাঁস সুখ হয়ে আত্মায় ভর করে!’
ঘুম, সেরকম প্রেম তুমি জানো?
সেই ‘প্রেম’ জানে ইরাবতী! সেই প্রেম, বালিহাঁস…
No Comments