সাগর, তোমার চোখে জল!
মুছে ফেলো, ধারা ? হৃদয়ের মতো
সুবিশাল জলাধার বুকে নিয়ে, কান্না তোমায় মানায় না।
দেখোনি অতৃপ্ত হৃদয়গুলো
দুমড়ে গেলেও দমে না,
তুমি তো তেমনি সাগর, ডুকরে কেন কাঁদো ?
পুরুষ কাঁদে না।
বুক চিরে প্রতিদিনই
টকটকে লাল রঙা সূর্যটা ওঠে।
তোমার বাসনা, তুমি তাকে কখন-ই ডুবতে দেবে না!
লালটিপ–আছে ও হারায়।
তোমার তো লোনা জলও আছে, উত্তাল ঢেউ আছে,
তোমার আকাশে মেঘে শুভ্রতা আছে, আছে
অনেকেই।
তাদেরও তো ব্যথা আছে, দুঃখও আছে-
তোমার বুকেই কান্নার জল ওরা জমা করে।
এটুকু বোঝনি তুমি!
এরপর থেকে সাগর আর একবারও কাঁদেনি ।
আরো পড়ুন: একটা মন
1 Comment