ও কিছু নয়! বলেছিলে আজ নয় কাল দেবো।
কথা ছিলো বারান্দায় একতোড়া গোলাপ থাকার;
জাদুঘরে শুকনো গোলাপ; তার আগে এই আমি,
মিশরীয় মমি হয়ে গেছি!
আমি কি এখনো যাবো; কালের বারান্দায় ?
কথা ছিলো শোক পেলে পাথর হবার,
এখন মমির বুক পাথর সমান,
এখন মমির শোক সাগর সমান,
কফিনে পেরেক ঠোকা। সত্যি কি
ছিলো কোনো শোক, কড়াল মৃত্যুর মতো?
তবে কি বিদায় দেবে, কালের জঞ্জাল ভেবে,
তবে কি বারান্দায়, শোবে আজ অন্য আঁধার?
শোক-শোক ছোঁয়াছুয়ি খেলবো না আর,
কতো আর পথ চেয়ে থাকা যায়?
আরো পড়ুন: নেমন্তন্ন