কি দেখো অলম্বুষ? যুদ্ধ, নাকি পুলকিত
নারী-দেহ! ছুঁয়ে রূপকথা
কি চাও সোনালি ইঁদুর তুমি?
পেলে কি-বিজয় সুখ, রাজসূয় যজ্ঞে নেমে?
অলম্বুষ, অলম্বুষ…
অলম্বুষ রাক্ষস ছিল!
যুগপৎ লোভ-ক্ষোভ, ক্ষমা ও মৃত্যু: সে
প্রতিবার কেন-ই-বা চায়?
অলম্বুষ, সাদা চাখে কেন প্রেম দেখো ?
কী পেলে কুরুক্ষেত্রে থেমে?
যক্ষের মতো আগলে রাখো; যুদ্ধ কি
না খাওয়া আপেল!
স্বেচ্ছায় স্তন্যপায়ী শিশু,
স্ত্রৈণ নাগরও হতে পারো;
রক্তপায়ী রাক্ষস তুমি মোটেই নও। এমন
নাইবা হলে অপ্রেমে, স্বেচ্ছায়।
শুনো না স্তুতি, দেখো না রূপ;
ছুঁয়ে দেখো রূপকথা, ছুঁয়ে দেখো
কেবল হৃদয়! কী দায় মরণের প্রেমে?
আরো জানুন: ধ্যানমগ্ন জীবনের সৌরভ
1 Comment