তুই খুঁজে নে ‘নতুন ব্যবচ্ছেদ’!
অভয়ার সুতো ছিঁড়ে ফেলে ‘লাখ জনমের ক্ষেদ’,
উগরে দিয়েই যা !
এইক্ষণে ভালোবাসা রাক্ষস মতে ’খুব বেশি খাঁটি’।
আর কতো পাঁক ঘাঁটাঘাঁটি!
কতো আর বিশদে প্রলাপ!
এইবার জনমের মতো শুভবোধ: যদি মরে সেও-
মরে যাক!
এইবার জন্মের মতো মানুষের প্রেত
ভুলে যাক টেনে নেওয়া প্রশ্বাস যতো; যায় যদি
যাক রসাতলে!
এই যদি যুগ হয়, সেই যুগে কান্ডারী কেউ
অতো বিষে বাঁচবে না আর! মরে যাবে ঠিক।
চৌচির বুকে খোসা ওঠা শব, চৈতালী হাহাকার
ছুঁড়ে ফেলে অকস্মাৎ
বিষণ্ণ নগর ছেড়ে শুভ্রতা, তুই
চলেই যখন যাবি…
আলোটা নিভিয়ে দিয়ে যাস। চোখে বড় লাগে ইদানিং!
1 Comment