ছিল মলাটের মাঝে; আমাদের কবিতাগুলি
আজ নদী হলো উচ্ছ্বল স্রোতের ছোঁয়ায়।
কবি যতই আবৃত্তি করছিলেন,
আমি ততই নত হচ্ছিলাম কৃতজ্ঞতায়।
অন্যরকম ভালোবাসায় সিক্ত হতে হতে,
মনে হলো, আমি তার অতি প্রিয় একজন যেন। আজ
আমি অকারণ স্ফীত নই, যৌক্তিক আবেগে গর্বিত।
এখনো পৃথিবীর বুকে মানুষেরা থাকেন;
মানুষেরা মানুষ ভালোবাসেন।
সে সময় সুগন্ধী আবেশ বুকে,
কেবলই আনন্দে নয় ভেসেছি বাঁধভাঙা সুখে ।
রেশ তার রয়ে গেছে এখনো।
আমি বিধাতাকে অনুরোধ করেছি
তার জীবন খুশিতে ভরিয়ে দিতে;
আজ তার দীর্ঘায়ু কামনা করেছি প্রার্থনায়।
এছাড়াও দেখুন: সকলেই চন্দ্রাহত যখন
No Comments