নতুন কোনো বনলতা, চাই না আমার।
নতুন কোনো হেলেনের জন্য, কখনোই ব্যাগ্র নই ।
হাজার বছরের পথ হাঁটা সীমাহীন ক্লান্তি আমার,
যতোই আসুক ধেয়ে, আমি পথচলি ক্লান্তিহীন।
আমি যে স্নান করে এসেছি মায়ের স্নেহে,
আমি যে সিক্ত বনলতা তোমার ভালোবাসায়।
জীবনের পথ ফুরালো বলেই, এইবেলা লুটে নাও সুখ!
পেট ফোলা জোঁক হয়ে, রক্ত লোলুপ!
আফ্রোদিতি, কারো লালাভ রক্ত রতন,
উপহারে কখনোই চাই না আমার।
যার যার ‘মা’ থাকে সে কখনো হয় না এমন।
আমার মরণ কালে, মাগো, তুমি রথ হয়ো।
আমার মাথার পাশে, মাগো, তুমি বট হয়ো।
এর আগে, আমার একমাত্র বনলতা,
হেলেন অথবা আফ্রোদিতি, যখন,
‘মা’ হবে,
ওকে তুমি, তোমার মতোন ভালো, “মা” হবার
মন্ত্রটা শিখিয়ে দিয়ো।
সকলের-ই মা থাকুক।
সকলের-ই মা থাকুক।
সকলের-ই মা থাকুক।
Read More – >>> আমাদের পৃথিবীর অ্যাটলাস
No Comments