হয় ভিক্ষা নতুবা প্রেমের আকালে একটি পূর্ণচন্দ্র রুটির অপেক্ষায় চেয়ে আছি- চেয়ে আছি পথ একমনে কত শত কোটি কল্পকাল! সাদা রুটি পোড়া পোড়া কালো কালো ছোপ কেউ তাকে কলঙ্ক বলে, কেউ কেউ বলে গিরিখাত। বলেছিল কবিকাল কপালের ছ্যাদা; কালে কালে কালো হয়ে রেখে গেছে কালসিটে দাগ। বাকিটুকু মুগ্ধতা, অন্ধের আলো হাতড়ানো, বিবাগী স্বভাব! নষ্টচন্দ্রের রাতে রূপ দেখে অথবা বিস্ময়ে শীতল…