Category

কালো মেম

জল দেখি ছল দেখি

তোমার পারের পানসি সাজার, আমার বড় সখ। দেখি তুমি কেমন পানসি বাও, কেমন তুমি জল চেনো। পানসি হবার ছলে, তোমায় আমি ছুঁই, পানসি হবার ছলে, আমি তোমার জল মাপি। পানসি খোঁজার সুখটা হলো বড়, দেখি তুমি কেমন পানসি চড়, কেমন করে ভাসো নবীন জলে? পানসি খোঁজার ছলে তোমায় আমি খুঁজি, পানসি দেখার ছলে আমি তোমার জল দেখি, ছল দেখি। Download…

আপন

ভেবেছিলাম হৃদয়ের তারবার্তায় আপনের সঙ্গা বুঝি সঠিক হলো না । দেখে আপন থেকে আপনার জন, জমানো ক্ষুধার রসদ মেপে, জীবনের ছাদনা তলায় এতোদিন পর আমি জানলাম তুমিই সঠিক। পচে গেছে কতো-শতো রজনীগন্ধা, পুরোনো স্টিক। মরেছে অঙ্গীকার, অকালে বোধন হয়নি প্রেমে! স্মৃতির তো হয়নি মালিক! আত্মা বলেনি কেউ, অপেক্ষায় চেয়ে পথ থাকেনি। প্রেমের ছাপানো কোন ফরম ভাসেনি চোখের সামনে আজও। মরে…

তোমার উঠোনে

তোমার সৌভাগ্যে আমার হিংসে হয়, তোমার উঠোনে বুনো পায়রার দল, আজও ধান খেতে নামে। কতোই ছড়ানো ধান পায়রা খেলো না, বসলো না কতো-শতো বাড়ানো উঠানে। Download PDF আরও পড়ুন

তুমি আসো

অনেক দিন পর বৃষ্টি তুমি এলে অনেকেরই চাওয়া ছিলো বৃষ্টির গান হলো, মাগন হলো, তারপর তুমি এলে। অথচ চোখে জোনাকীও ছোঁয়া দিয়ে গেলে তুমি আসো। Download PDF আরও পড়ুন

এখন ইচ্ছে করছে

এখন ইচ্ছে করছে দুপুরকে সকাল হতে বলতে। সোনালী ধানের শীষে চড়ুইয়ের খেলা দেখে, ভোরের অমন টকটকে লাল সূর্যটাকে স্বাগত জানাতে, ডালিভরা ফুল নিয়ে মালা গেঁথে অচেনা আপন গলায় পড়াতে ইচ্ছে করছে খুব। ইচ্ছে করছে রাতের তারাগুলো গুনে ঘুমাতে কালঘুম, যেন তার হাতের পরশে একটা একটা করে রোমাঞ্চের সিঁড়ি বেয়ে ভালোবাসা পৃথিবীটা ছুঁয়ে দিতে পারে। ইচ্ছে করছে একটি প্রেমের বকুল প্রিয়…

হেরে যেতে আসিনি ধরায়

যে প্রিয় ফুসফুসে তোমার গায়ের সুগন্ধ ভরে দিতে পারিনি, সেখানে কেনো রাখবো শ্লেষা, বদরক্ত আর জমা পুঁজ। আমি আমার ফুসফুস ফেরত চাই। এখনো আমার নিঃশব্দে মরার স্বাধীনতা বিক্রি করিনি। অনার্য শব্দ করে কেনো আমায় বিবাগী বানাও? আমার হৃদয় বেদনা হলে এখনো থু করে ছুড়ে দিতে পারি, এসকল গলায় দরদ দিয়ে কী বোঝাও? আমি আমার ফুসফুস ফেরত চাই। আমি কোনো তুচ্ছ…

একসাথে, একই ব্যথা পাবো

রঙমাখা চশমাটা ছুয়েছে বলেই আশাঘেরা ভবিষ্যৎ লুকিয়েছে মনে, সুখের স্বপ্ন ঘেরা অফুরন্ত দিন, সমাপ্তির পথে ক্ষণে ক্ষণে এগোয়, দ্বীপ নিভে আসে । আশার বসতি ঘেরা স্বপ্ন পাহাড় সুখ নাম দিয়েছি যারে, সুখের স্বপ্নগুলো জেগে আছে চোখের আড়ালে আজও। রঙিন চশমা চোখে, পাহাড়টা যেনো ছিমছাম সমতল ভূমি, একলাফে পেড়োবার মনে জাগে সাধ। সম্মুখে সাগরের ঢেউ উম্মাদ। যদি চাও দিতে তুমি জীবন…

কাল্পনিক

অনবদ্য কিছু ছোটগল্প পড়ার জন্য বাঁচি, যতোবারই পড়তে যাই কেবল স্বপ্নের সাথে অমিলগুলো চোখের সামনে ভাসে। গল্পগুলো আকাশ হোক, গল্পগুলো স্বপ্নের কথা বলুক। খবরের কাগজ আর ছোটগল্পের পাতা তো এক নয়। শুরুটা হতেই পারে এমন, একদিন সে কিছু স্বপ্ন দেখেছিলো আজ তা একইসাথে বাস্তব এবং কাল্পনিক। সে এখনো বাঁচে, নতুন স্বপ্ন খুঁজে আনবে বলে। Download PDF আরও পড়ুন

পলাতক আলো

“ওই দেখো, আলো, ঝিলিক দিয়ে যাচ্ছে থেকে থেকে। ওরই কাছে যাবো, জানোতো অন্ধকার বিলাসীর থেকে ক্রমশই দূরে সরে আলো, চলো।” “কতোদূর আর কতোদূর?” “দু’কদমওতো হয়নি হাঁটা, একটু একটু করে পেরোবো পথ, একটু একটু করে কাটবে সময়, আর আমাদের কাছে আলো হবে সন্নিকট, প্রেয়সী ঠিক তোমার মতোন।” “যাহ্ দুষ্টু, শীত লাগছে আমাকে একটা চাদর দিতে পারো?” “শীতার্ত মানুষ চাদর চাইবে জানি,…

শান্ত থাকিস ক্ষণস্থায়ী জলে

তোর কোলে থাক পদ্ম পাতার জল। মুখ ডুবালে দেখবি অবিকল শান্ত কোনো নদী। রেসের মাঠেও ঘুমিয়েছিলাম যেমন, শান্ত কতো, ঘুম ভাঙানি তর্ক করিস না। হাতির মাথায় নাইবা থাকুক মতি, সাপের মাথায় নাইবা থাকুক মণি, শান্ত থাকিস ক্ষণস্থায়ী জলে। তোর কোলে থাক পদ্ম পাতার জল। Download PDF আরও পড়ুন

error: Content is protected !!