Category

কালো মেম

আকাশ কোথায় থুই ?

একলা কেবল তুই হলে আজ বন্ধ হতো দীর্ঘশ্বাস। শূণ্যগুলো জ্বালায় বড় মনের কোণে চৈত্রমাস। তোর তো অনেক পদ্য ছিলো, ধার কি দিবি ভাষা, তোর ভাষাতেই তোকেই দিতাম তোরই ভালোবাসা। আমার কেবল অভাব বড় আকাশ কোথায় থুই, সব অকারণ মন খারাপের একলা কারণ তুই। দিনটা যতোই রোদমাখা হোক অন্ধজনে রাত্রিবাস, সুখ খোঁজাতেই সুখের মানুষ হারিয়ে গেলে সর্বনাশ। তোর তো অনেক স্বপ্ন…

মুগ্ধতার অভিশাপ

কোনো এক শুভদিনে, আকাশরঙা শাড়িটায় সকালের মিঠেকড়া রোদ্দুর হয়ে এসো; বহুদিনের রোদ্রস্নান, রয়ে গেছে বাকি। পাটভাঙা শাড়িতে, তুমিও কখনো নবীন রূপের ঝলক দিয়ে যেয়ো। আমার সাদাটে চোখ তোমার ছটায় একটু নীলাভ হোক। না-হয় চেয়েই নিলাম: মুগ্ধতা, অভিশাপ, না-হয় ঝলসে দেবে অসহ্য উত্তাপ, প্রেমোন্মাদ বলেই। অনেকেই বিচক্ষণ নয়, কেউ কেউ আমারই মতোন, অসময়ে ঘুমাতে যায়। Download PDF এছাড়াও দেখুন

যার যার বাঁক ভালো লাগে

যার যার বাঁক ভালো লাগে, নদী অথবা নারীর, এক নদী বেয়ে আরেক নদীর কাছে পৌঁছে যাও। নারী কি পারে নদীর কাছে, পৌঁছে দিতে? নারীও কি পারে? গভীরতার গল্পে, বয়ে চলার গল্পে, পঙ্কিলতার গল্পে, কোথাও স্থির হওয়া মানেই মৃত্যু তো বলা নেই! ধৈর্য ধরো নদী, শুনবো তোমার গল্প। আমি একটু, নারীর বুকে ডুবে পূর্ণ হয়ে আসি! একবার ঠোঁট থেকে বিষ কিনেছিলাম,…

এইসব মহামারী

আবার গঙ্গাফড়িংয়ের ভেসে চলা জীবনস্রোতের টানে আমরাও, বুকের ভেতর গোলাপী ফুসফুস ভরে বাতাস নেবো। আবার স্বাধীন হবো। আবারো। কেননা এইসব মহামারী আহাজারির নয়, এইসব মহামারী কেবলই স্রোত, আমরা আসিনি স্রোতে ভেসে যাবো বলে। অল্প কিছুকাল, সময়ের চাপে এখনো অক্ষত এই বেদুইন দল একদিন, মিশে যাবে নীরবতায়, এতো ব্যস্ত কেন? নীরবতার অনিবার্যতা মানি, মানি হে বন্ধু, সখা, হৃদয়েষু। তবু দেখে নিয়ো…

টিমওয়ার্ক

“এ কেবল আপনাদের নয়, কেবল আমার নয়, আমাদের সকলের, লেট আস বেটার টু নো, এ কেবল ডিউটি নয়, এ এক অকৃত্রিম প্যাসন, প্রাণপ্রিয়, এটাই টিমওয়ার্ক।” “এভাবেই সর্বোত্তম।” “না না ঠিকঠাক এভাবে নয়, ওভাবে, ওভাবেই কেন নয়?” এভাবেই রূপকল্প, চা নাস্তা ডিনার। “ডাকো হাড়জিরজিরেকে ডাকো, অর্ডার। অর্ডার।” প্রাণপ্রিয়, এটাই টিমওয়ার্ক। “ছোঁ, ছোঁ, অদক্ষ কর্মীর হাত, অতি সাধারণ, অপক্ক, অপটু, উৎপাত। অযথাই…

তুই

এবার তুই ফিরে এলে তোকে নিয়ে কাঁটাবেগুনের ফুল তুলতে যাবো, খালি পায়ে দুপুর রোদে হাঁটবো মাইলের পর মাইল। শ্মশানঘাটের পাশ দিয়ে বয়ে চলা নদীটার পাড়ে, অবেলায় চুল ছড়িয়ে বসে তুই যতোই মগ্ন হোস প্রকৃিত প্রেমে, আমার অবহেলায় আমি আর মনে করবো না কিচ্ছু। তুই চলে যাবার পর থেকে, বুকের বাঁ পাঁজরে চিনচিনে ব্যথা হলে বড় মনে পড়ে তোকে। বোধহয় এই…

পরের বার বরাবর

সাদা শাড়িতে তোমাকেও বেশ মানাবে, একদিন ভোরে যখন হেঁটে বেড়ানো মানুষটা আমি, আর উঠবো না আলস্যে বিছানা ছেড়ে, তুমি যেন নাটক ভেবো না। ততোক্ষণে শক্ত শরীর আমার, ভাঁজ ভাঙে না। সাদা শাড়িতে, তোমাকেও বেশ মানাবে সেদিন। তুমি যদি মরো ? আচ্ছা যাও, পরের বার বরাবর… এখনো আমার মনে রূপসী অপ্সরা রমণীর স্বপ্ন আছে, অন্ধকারে কালো হরিণ, ধরবার তাড়া আছে। এবার…

তোমার কান্নার শব্দে

কে চায় চাতক বিনে? কে ফেরে নীড়ে, দাম দিয়ে কষ্ট কিনে? হঠাৎ; চেনা মানুষগুলো, অনেক বেশি বন্য ছিলো! সন্দেহ হয়; এমন না-হয়, মানুষগুলোই অন্য ছিলো! কক্ষণো না, ছিঃ! জানতে কি চাও সব হারানোর মানে! বার কয়েকের দোষ নিয়ো না; স্বপ্নভরা- ভগ্নপ্রাণে! কেঁদো না শব্দ করে। তোমার কান্নার শব্দে কারো কারো ঘুম ভেঙে গেলে, তারা বিরক্ত হবেন । জানো না কি?…

1 3 4 5
error: Content is protected !!