বালিহাঁস নেমেছিল। কেউ কেউ পেয়ে গেল মাংসের ঘ্রাণ। কারো কারো হাতে হ্যান্ডবিল, প্লাকার্ডও এল। বিলবোর্ডে ছেয়ে গেল রোমান নগরী! কোথাও মার্কসবাদী, লেলিনের সমাবেশে নাগরিক সচেতন হলো- সাম্যবাদ, উগ্রবাদ, পুঁজিবাদ পুঁজি করে শোক শোক প্রস্তাব ধেয়ে এল-দক্ষিণী মেরুর বুকে শীতল প্রস্তাব নিয়ে গাছেরা হাজিরা দিতে গেল। ইল মাছেরাও-উড়ে গেল ডানায় ডানায়। কীভাবে, কত পথ পাড়ি দিয়ে আসে বালিহাঁস দেখবেন বলে- দেখতে…